+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিজেপির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ ভোট

নিজস্ব সংবাদদাতা - September 12, 2020 11:41 am - রাজ্য

বিজেপির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ ভোট

বিজেপির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ ভোট
বঙ্গ সিপিএমের সম্পাদক অনিল বিশ্বাস যে তত্ত্ব খাঁড়া করে দলকে টার্গেট দিতেন, সেই একই কৌশল এবার দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ভোটে জিততে গেলে ৫০ শতাংশ ভোট চাই। তাহলে বিকল্প সব দলেরই জারিজুরি শেষ হয়ে যাবে। অর্থাৎ ক্ষমতায় আসতে ৫০ শতাংশ ভোটকে নিশ্চিত করতে হবে। দিলীপ-মুকুলদের সেই লক্ষ্যমাত্রা দিয়ে রাখলেন বিজেপি সভাপতি।

নাড্ডার অঙ্ক বঙ্গ বিজেপিকে
সম্প্রতি তিনি রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে জেপি নাড্ডা জানান, বুথস্তরে দলকে শক্তিশালী করতে হবে। আর লক্ষ্য দিতে হবে ৫০ শতাংশ ভোট কায়েম করার। ৫০ শতাংশ ভোটের দিশা পেলে আর কোনওদিকে ফিরে তাকাতে হবে না। ক্ষমতা হাতের মুঠোয় চলে আসবে।

বিগত নির্বাচনে ভোট প্রাপ্তি
বিগত ২০১৮ লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ৪০ শতাংশ ভোট পেয়েছে, সেখানে তৃণমূল পেয়েছে ৪৩ শতাংশ ভোট। আর ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল মোট ৪৫ শতাংশ ভোট। বিজেপি সেখানে পেয়েছিল ১০ শতাংশের কিছু বেশি ভোট। আর ২০১১ সালে তৃণমূল প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। বিজেপি ভোট ছিল তখন ৬-৭ শতাংশ।

১০ যদি ৪০ হয়, ৪০ হবে ৫০!
এই অবস্থায় বিজেপি ২০২১-এ ৫০ শতাংশ ভোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা রেখেছে। সেই অঙ্ককে মাথায় রেখে তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছে বিজেপি। বিজেপি মনে করছে লোকসভা যে পথ দেখিয়েছে, সেই পথেই জয় আসবে। বিজেপি যদি ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতা্ংশে পৌঁছতে পারে, তাহলে ৪০ থেকে বেড়ে ৫০-তে নয় কেন? সেটাই এখন বড় চ্যালেঞ্জ বিজেপির।

ফারাক বোঝাচ্ছে তৃণমূল
আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিমত, অলীক স্বপ্ন দেখেছে বিজেপি। ২০১৪ সালের লোকসভাতেও বিজেপি ভোট পেয়েছিল বেশি। তারপর ২০১৬ বিধানসভায় তা কমে দাঁড়িয়েছিল ১০ শতাংশে। এবারও তাই হবে। লোকসভায় বিজেপি যে ফল করেছিল, বিধানসভা উপনির্বাচনে তারপর মুখ থুবড়ে পড়েছিল। ২০২১-এর নির্বাচনেও ২০১৬-র অবস্থাই দেখবে বিজেপি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube