বিবেকের স্বাস্থ্য শিবির শুরু হোল
প্রতি বছরের মতো এবারও ‘ বিবেক’ এর আয়োজনে তিনদিনের স্বাস্থ্য শিবির শুরু হোল। এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে। এ বছর এই মেলাকে শিবির বলা হয়েছে। প্রয়াত নেতা ও বিধায়ক তমনোষ ঘোষের স্মরণে এই মেলা বা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই ভয়াবহ অবস্থার মধ্যে এই স্বাস্থ্য মেলা করা সহজ ব্যাপার নয়। তবু এরই মধ্যে শুরু হলো এই মেলা বরাবরের মতো। বিবেকের কর্ণধার কার্তিক বন্দোপাধ্যায় ও অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই স্বাস্থ্য মেলা। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই স্বাস্থ্য মেলা।