+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিরোধীদের অভিযোগ খন্ডন করতে রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা - September 22, 2020 8:39 am - দেশ

বিরোধীদের অভিযোগ খন্ডন করতে রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের

নতুন কৃষি আইন এলে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য উঠে যাবে। বিরোধীদের এই অভিযোগকে খণ্ডন করার জন্য এবার ছয়টি ফসলের এমএসপি বৃদ্ধি করল মোদী সরকার। প্রধানমন্ত্রী আগেই স্পষ্ট করেছিলেন যে এমএসপি উঠে যাচ্ছে না। এদিন নিজেই এমএসপি বৃদ্ধির খবর টুইটারে জানালেন নরেন্দ্র মোদী।

আটার দাম কুইন্টাল পিছু ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। দাম বাড়ানো হয়েছে মুসুর, ছোলা, বার্লি, সূর্যমুখী ও সর্ষেরও। গতকালই তুমুল ঝামেলার মধ্যে রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত দুই কৃষি বিল। যেগুলি মোদী সরকারের সংস্কারের অংশ। তার আগে লোকসভায় পাশ হয়েছে বিল। এবার রাষ্ট্রপতির সই পেলেই এটি আইনে বদলে যাবে।

কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, এই বিলগুলি কৃষকস্বার্থ ক্ষুণ্ণ করবে বলে মনে করছেন অনেক চাষী সংগঠনও। এদিন এই ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি তাদের কাছে একটি বার্তা দেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন এই সিদ্ধান্তের কথা সংসদে জানান কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার। তারপরেই কক্ষত্যাগ করেন বিরোধীরা। এদিন তোমার বলেন ইউপিএ আমলের থেকে অনেক বেশি শস্য কিনছে কেন্দ্র। এমএসপিতে সাত লাখ কোটি দেওয়া হয়েছে গত ছয় বছরের, যেটা ইউপিএ জমানার দ্বিগুণ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube