বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় প্রথম দশে অক্ষয়
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় প্রথম দশে নিজের স্থান দখল করলেন অক্ষয় কুমার। ফের একবার ফোর্বস ম্যাগাজিনের তালিকায় প্রথম দশে নাম উঠল তাঁর। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে অক্ষয়।
২০১৯-এর পয়লা জুন থেকে ২০২০-র পয়লা জুন পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী এই সময়ের মধ্যে মোট ৩৬২ কোটি টাকা আয় করেছেন অক্ষয় কুমার।
–
কিন্তু কীভাবে, আসলে বছরে চার-পাঁচটা সিনেমায় অভিনয় করেন অক্ষয়। এমনকি করোনা পরিস্থিতিতেও থেমে থাকেননি তিনি। করোনা আবহেও প্রথম বিজ্ঞাপনের শুটিং তিনিই করেছিলেন। ‘বেল বটম’-এর শুটিং করতে বিদেশেও পাড়ি দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তাই তাঁর আয়ের বেশিরভাগই এসেছে বিজ্ঞাপন থেকে।
এই আয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ‘দ্য রক’ অর্থাৎ ডোয়েন জনসন। ভারতীয় মুদ্রায় ডোয়েনের আয় ৬৫৪ কোটি টাকা। তারপরেই রয়েছেন রায়ান রেনল্ডস। তাঁর আয় ৫৩৪ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউড অভিনেতা তথা প্রযোজক মার্ক ওয়াহালবার্গ। ভারতীয় মুদ্রায় তাঁর আয় ৪০৩ কোটি টাকা। তিনজনেরই বেশিরভাগ আয় হয়েছে নেটফ্লিক্সের পারিশ্রমিকের মূল্যে।
এই তিনজন ছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় রয়েছেন উইল স্মিথ, জ্যাকি চ্যান, অ্যাডাম স্যান্ডলার।
আগামী দিনে অক্ষয়ের মুক্তির তালিকায় রয়েছে রাঘব লরেন্স পরিচালিত হরর কমেডি ‘লক্ষ্মী বম্ব’, রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ এবং চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘পৃথ্বীরাজ’। আর আগামী বছর মুক্তি পাওয়ার কথা ‘বেল বটম’, ‘অতরঙ্গি রে’-র।