+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভারভারা রাওয়ের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ পরিবার

নিজস্ব সংবাদদাতা - July 26, 2020 10:39 am - দেশ

ভারভারা রাওয়ের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ পরিবার

এলগার পরিষদ মামলায় জেলবন্দী তেলুগু কবি ভারভারা রাওয়ের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য পেতে এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল তাঁর পরিবার। মুম্বইয়ের যে নানাবতী হাসপাতালে ভারভারার কোভিড চিকিৎসা চলছে, সেই হাসপাতাল এবং তালোজা জেল কর্তৃপক্ষের কাছ থেকে স্বচ্ছ তথ্য পাওয়ার লক্ষ্যেই কমিশনে পিটিশন দাখিল করেছে তাঁর পরিবার। পিটিশনে অভিযোগ করা হয়েছে, হাসপাতালের তরফে, কবির স্বাস্থ্য সংক্রান্ত কোনও তথ্য তাদের দেওয়া হয়নি। এমনকি এর আগেও জেল কর্তৃপক্ষ বা নানাবতী হাসপাতালের আগে যে সেন্ট জর্জেস হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেখানকার তথ্য দেওয়া হয়নি তাদের। গত ১৩ তারিখ মানবাধিকার কমিশন জেল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছিল, তারা যেন কবির শারীরিক অবস্থার কথা তাঁর পরিবারকে সবসময় দিতে থাকেন। সেই আদেশের অবমাননা করা হয়েছে বলেও পিটিশনে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে কমিশনের হস্তক্ষেপ চেয়ে প্রতি ছয় ঘণ্টা অন্তর ভারভারার স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানানোর দাবি করেছে তাঁর পরিবার।
৮০ বছরের ভারভারার শররীরে কোভিড পজিটিভ ধরা পড়ে গত ১৬ তারিখ। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ২০১৭–র ৩১ ডিসেম্বর পুনের এলগার পরিষদ কনক্লেভে আয়োজিত সভায় উস্কানিমূলক ভাষণের জেরেই তার পর দিন ২০১৮–র পয়লা জানুয়ারি ভীমা–কোরেগাঁও–এর হিংসাত্মক ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওঠে। ভারভারা সহ বহু বিশিষ্টজনেদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ ওঠে এবং ভারভারা গ্রেপ্তার হন। সম্প্রতি কোভিড পরিস্থিতি এবং তাঁর স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুতে জামিনের আবেদনও করেছিলেন কবি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube