+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক! পেলেন তার দলিলও

নিজস্ব সংবাদদাতা - August 26, 2020 10:25 pm - বিচিত্রসংবাদ

মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক! পেলেন তার দলিলও

চাঁদ পেরিয়ে এখন মঙ্গলগ্রহে নজর বাঙালির! তাই এবার লালগ্রহে জমি কিনতে উদ্যোগী বাঙালি। ইতিমধ্যেই মঙ্গলে জমি কিনে ফেললেন ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস।

তবে লালগ্রহে জমি কিনতে লাখ লাখ টাকা খরচ করতে হয়নি শৌনককে। বলা যেতে পারে একেবারে ‘পানির দরে’ই মঙ্গলে গ্রহে জমি কিনে ফেলেছেন সদ্য বিবাহিত শৌনক দাস। মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে মাত্র ৩,০০০ রূপি!

কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্চে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। ইতিমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে নাসা। সম্প্রতি, জমির দলিলও হাতে পেয়েছেন শৌনক।

শৌনক বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসা। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। সমস্ত দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন শৌনক। সূত্র: জি নিউজ


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube