+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মণীশ শুক্ল খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে – রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতা - October 6, 2020 12:10 am - কলকাতা

মণীশ শুক্ল খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে – রাজ্যপাল

মণীশ শুক্ল খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সোমবার দেহের ময়নাতদন্ত নিয়ে টানাপোড়েনের মধ্যে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর দাবি, স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে এই ঘটনার তদন্ত হওয়া দরকার।

সোমবার সন্ধ্যায় মণীশ শুক্লর বাবাকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব। এর পর টুইটে রাজ্যপাল লেখেন, ‘প্রতিনিধিদলের কথা অনুসারে এটা একটা পরিকল্পত রাজনৈতিক খুন। ষড়যন্ত্র করে এই খুন করা হয়েছে। তাই স্বাধীন বিশেষজ্ঞ দিয়ে এই খুনের তদন্ত প্রয়োজন।’

রাজ্যপালের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো করার আগে রাজ্যপালের মণীশ শুক্লর ইতিহাসটা একটু জানা উচিত। এলাকার মানুষ ওর আতঙ্ককে সঙ্গী করে দিন কাটাত। ও সিপিএম দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিল। তার পর তৃণমূল হয়ে বিজেপিতে গিয়ে পৌঁছয়।’

সোমবার সন্ধ্যায় নীলরতন হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মণীশ শুক্লর দেহ রাজভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি। কিন্তু পথে তাদের আটকায় পুলিশ। এর পর দেহ টিটাগড়ের পথে রওনা করে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মৃতের বাবা-সহ বিজেপির ৪ সদস্যের প্রতিনিধিদল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube