মমতার বৈঠক রীতিনীতি ও সংবিধান বিরুদ্ধ, বললেন রাহুল
রাহুল সিনহার দাবি, এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অবৈধ, অসাংবিধানিক। তাঁর প্রশ্ন নবান্ন কি তৃণমূলের কার্যালয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যদি দলবাজি করার ইচ্ছা হয়, তাহলে কালীঘাটে গিয়ে করুন, কিংবা বাইপাসের অফিসে গিয়ে করুন। কিন্তু নবান্নে বসে অন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং কখনই হতে পারে না, মন্তব্য করেছেন রাহুল সিনহা।বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি ভবনকে কলুষিত করার অভিযোগও এনেছেন।
ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে বৈঠক হলেও, সেই বৈঠকের মধ্যমনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা ফের একবার ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং, অশোক গেহলটরা অংশ নিয়েছিলেন এই বৈঠকে। ২০১৯-এর পর কংগ্রেস সভানেত্রী ফের একবার বিরোধীদের ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের বার্তা দিলেন।