মহেন্দ্র সিং ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই
মহেন্দ্র সিং ধোনির জন্য বড় আকারের ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। এক বোর্ড কর্তা সংবাদসংস্থাকে ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএলের পর যে কোনও সময় ধোনির ঘরের মাঠে ওর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে পারে বিসিসিআই।
১৫ অগস্ট ধোনি অবসর নেওয়ার দিনেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাঁচিতে ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানান।
বোর্ডের তরফে স্পষ্ট ইঙ্গিত, তাদের ভাবনায় ছিল ধোনির বিদায় সংবর্ধনার কথা। যেহেতু ধোনি কখন কী করেন, সেটা তিনি ছাড়া আর কারও পক্ষে বোঝা সম্ভব নয়, তাই বোর্ডের সামনে সুযোগ ছিল না এমন ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখার। আসলে বিসিসিআইও আশা করেনি ও এমন সময় অবসর নেবে।
এক সিনিয়র কর্তা বলেন, আই পি এল এর পরে আমরা চেষ্টা করব ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করার। কারণ, ধোনি দেশের জন্য অনেক কিছু করেছে। ওর এই সম্মান প্রাপ্য। আমরা সবসময় ভেবে এসেছি ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা। তবে ধোনি অন্য ধরণের ক্রিকেটার। ও এমন সময় অবসর নেবে কেও ভাবেনি।