“মিগজাউম”-এর তাণ্ডব শুরু।
আছড়ে পড়ার কয়েক ঘণ্টা আগেই ঘূর্ণিঝড় “মিগজাউম”-এর তাণ্ডব শুরু। রবিবার রাত থেকে তামিলনাড়ুতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলমগ্ন একাধিক জেলা। সোমবার সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত বাড়ির পাঁচিল ধসে পড়েছে। এ ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা। অতি ভারী বৃষ্টির কারণে পুদুচেরিতে ১৪৪ জারি করেছে প্রশাসন।
মৌসম ভবন জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। সেই সময় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ৫ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত জারি থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ব্যাহত বিমান চলাচলও।