মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করেই নির্বাচনে লড়বে বিজেপি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলাদা করে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচনে লড়াই করবে না বিজেপি। সব্যসাচী দত্তের গণেশ পুজোয় নিমন্ত্রিত হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছেন মোদীজির নেতৃত্বেই লড়াই হবে রাজ্যে।
মোদীর নেতৃত্বে বিধানসভার লড়াই
কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ২০২১-এর লড়াইয়ে কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরবে না বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই লড়াই হবে। ভোটের পর বাংলার নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিধায়করা, বলেছেন কৈলাস। এর আগে রাজ্য বিধানসভা নির্বাচনে মোদীকে মুখ করে লড়াই করেছিল বিজেপি। কিন্তু মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে মুখ থুবড়ে পড়েছিল তারা।
কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, পশ্চিমবঙ্গে সবাই মিলে নির্বাচনে লড়াই করবে। এখানে দিলীপ, মুকুল, রাহুল সিনহা ও অন্যান্যরা রয়েছেন। নাম উল্লেখ করে একথা বলেন কৈলাস বিজয়বর্গীয়।
পশ্চিমবঙ্গে জেতার লক্ষ্য ২২০–২৩০
পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা আরও বলেছেন, রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ২২০ থেকে ২৩০ টি আসন জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। রাজ্য স্তরের সব নেতাকর্মীরা একত্রে লরবে জেতার জন্য। লোকসভা ভোটের মতো লক্ষ্যপূরণ গবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।