মূত্রাশয় সংক্রান্ত সমস্যা বেড়েছে প্রণববাবুর
তিন সপ্তাহ হতে চলল হাসপাতালে ভরতি আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হল না। বরং বুধবার সকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে তাঁর মূত্রাশয় সংক্রান্ত কিছু গোলমাল আছে।
দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতির চিকিৎসা চলছে। কিন্তু মঙ্গলবারের তুলনায় তাঁর মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয়েছে। পাশাপাশি এখনও গভীর আচ্ছন্ন অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
গত ১০ আগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। কিন্তু বুধবার সকালের বুলেটিন নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে।