+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মেহুল চোকসিকে এখনই ভারতে প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত।

নিজস্ব সংবাদদাতা - May 28, 2021 7:39 pm - আইনআদালত

মেহুল চোকসিকে এখনই ভারতে প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত।

চিত্র সৌজন্যে: Lawstreet Journal

পিএনবি আর্থিক প্রতারণা কাণ্ডে মেহুল চোকসিকে এখনই ভারতে প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত। তাঁকে আইনি সহায়তা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। একদিন আগেই সরাসরি ভারত সরকারের হাতে মেহুলকে তুলে দিতে সওয়াল করেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। তিনি জানান, অ্যান্টিগা থেকে পালিয়ে মারাত্মক ভুল করেছেন মেহুল। তাঁকে আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই ছোট্ট দেশ ফেরাতে চায় না। পাশাপাশি যে দেশ থেকে মেহুলকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ডোমিনিকা জানিয়েছে, বেআইনিভাবে দেশে প্রবেশ করেছিলেন মেহুল, তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এবার অ্যান্টিগায় ফিরিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেছেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী। এদিকে, অ্যান্টিগা থেকে ডোমিনিকায় যেতে মেহুল চোকসিকে বাধ্য করা হয়েছে। তাঁর শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্নও। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল। তিনি বলেন, স্বেচ্ছায় নয়, অ্যান্টিগা থেকে জোর করে নৌকোয় তোলা হয় চোকসিকে। জলি হারবার থেকে কয়েকজন লোক তাঁকে নৌকো করে ডোমিনিকায় যেতে বাধ্য করেন। এমনকি ডোমিনিকায় নিয়ে গিয়ে তাঁকে আইনজীবীদের সঙ্গে কোনও যোগাযোগ রাখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এ ব্যাপারে সেখানের আদালতে একটি পিটিশনও জমা দিয়েছেন চোকসির আইনজীবী। গত ২৩ মে অ্যান্টিগা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মেহুল। তাঁর খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা প্রশাসন। চাওয়া হয়েছিল ইন্টারপোলের সাহায্যও। তাঁকে বুধবার ডোমিনিকা থেকে গ্রেপ্তার করা হয়। অ্যান্টিগা সরকার মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলে ডোমিনিকাকে। তবে বিষয়টি ডোমিনিকা আদালতে পৌঁছায়। সেখানে মেহুলের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল আর ভারতের নাগরিক নন, ফলে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া যাবে না। সে দেশের হাইকোর্টও ইতিমধ্যে বলেছে, মেহুলকে সরাসরি ভারতে পাঠানো যাবে না,পাঠাতে হবে অ্যান্টিগায়। তবে সরকার চাইছে ভারতে ফেরাতে। ভারতে আর্থিক প্রতারণা মামলায় জড়িত ব্যবসায়ী মেহুল চোকসি ২০১৮ সালে পালিয়ে অ্যান্টিগায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। রবিবার হঠাৎই খবর আসে, তিনি নিখোঁজ। জলি হারবার বন্দরে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলে জানান স্থানীয়রা। মেহুলের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ডোমিনিকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। এই বিষয়টি নিয়েও প্রশ্ন করেছেন মেহুলের আইনজীবী। তাঁর দাবি, ‘‌ডোমিনিকাতে মেহুলের গ্রেপ্তার হওয়া রহস্যময়।’‌


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube