যশবন্ত সিংয়ের জীবনাবসান
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিংয়ের জীবনাবসানের খবর এদিন প্রকাশ পেতেই একের পর এক শোক বার্তা উঠে আসে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে নিজের শোক বার্তা প্রকাশ করেন। এখানে উল্লেখ্য, অটলবিহারী বাজপেয়ীর আমলে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে বড় বড় সিদ্ধান্তের কাণ্ডারী ছিলেন যশবন্ত সিং।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই প্রাক্তন মন্ত্রীকে। সেই দীর্ঘ লড়াই কাটিয়ে এদিন প্রয়াত হন তিনি। এদিন নিজের শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, ‘গভীরভাবে শোকাহত বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিংয়ের জীবনাবসানের খবরে। দেশকে বহুভাবে সেবা করেছেন তিনি, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে সেবা দান। একজন কার্যকরী মন্ত্রী ও সাংসদ হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছিলেন।
প্রধানমন্ত্রী মোদী জানান, একজন অসামান্য দক্ষ মানুষ হিসাবে তিনি তাঁর ভাবনা সমাজ ও রাজনীতিতে ফেলেন। যা একেবারে আলাদা ছিল। বিজেপিকে জোরালো করার জন্য কতটা আত্মত্যাগ করেন যশবন্ত সিং, সেকথাও তিনি বলেন। সবমিলিয়ে তাঁর প্রয়াণে রীতিমতো স্তব্ধ রাজনৈতিক মহল।