রাজ্যে করোনায় শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে ৫৭
সংক্রমনের সংখ্যা প্রায় একই, তবে এক দিনে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে গেল রাজ্যে। শুক্রবার মৃতের সংখ্যা ৫৭ ।বৃহস্পতিবারের থেকে ১৬ জন বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও, উদ্বেগজনক নয়। সুস্থতার হার বাড়লেও স্বস্তি নেই। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ফের ৮-এর উপরে উঠে যাওয়ায় বরং কিছুটা দুশ্চিন্তা বেড়েছে ।
কিছুদিন ধরেই রাজ্যে এক দিনে মৃত্যুর সংখ্যা ৫০ থেকে ৬০-এর মধ্যে ছিল। বুধবার মৃত্যু হয়েছিল ৫৩ জনের। বৃহস্পতিবার অবশ্য ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে হয়েছিল ৪১। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৫৭ জনের। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। উত্তর ২৪ পরগনায় ৮ জন মারা গিয়েছেন। নদিয়া ও হাওড়া এই দুই জেলায় ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭।
শুক্রবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩ হাজার ১১২। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৯৬ হাজার ৩২২। কলকাতায় নতুন আক্রান্ত ৫৪৩ জন, উত্তর ২৪ পরগনায় ৫৩২, হুগলিতে ১৩৯, হাওড়ায় ১৪৬, পশ্চিম বর্ধমানে ১৫২, পূর্ব বর্ধমানে ৮৩, পূর্ব মেদিনীপুরে ১৫৭, পশ্চিম মেদিনীপুরে ১৮৩, বাঁকুড়ায় ১০২, নদিয়ায় ১৪৭, মুর্শিদাবাদে ১০২ এবং দার্জিলিঙে ১০৩ জন।