রাহুলের সমর্থনে গলা ফাটালেন মুকুল রায়ই
মুকুল রায় বাংলায় বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন আগেই। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিলীপ বনাম রাহুল উধাও হয়ে গিয়েছিল। বরং দিলীপ বনাম মুকুল নিয়েই বেশি চর্চা হত। তারপর রাহুলের এই পদহীন হওয়ার পর সেই মুকুলই রাহুলের সমর্থনে এগিয়ে এলেন।
মুকুল বলেন, রাহুল সিনহা হলেন বাংলায় বিজেপির মুখ। তিনি ৪০ বছর ধরে দলের সেবা করে আসছেন। তিনি একজন অনুগত সৈনিক, তাই তিনি অভিমান করে কী বললেন সেটা বড় কথা নয়।
রাজনৈতিক মহল মনে করছে মুকুল রায় বাংলায় বিজেপিতে বেশ জাঁকিয়ে বসেছেন, দিলীপ ঘোষের আধিপত্যেও তিনি ভাগ বসিয়েছেন সর্বভারতীয় সহসভাপতি হয়ে। বিজেপিতে মুকুল রায় এখন চালকের আসনে বলা যায়। তিনিই এবার অভিভাবকত্ব করবেন। রাহুলকে বাংলার মুখ বলে ব্যাখ্যা করে তাই বিদ্রোহ সামলাতে অগ্রণী হলেন তিনিই।
রাহুল সিনহাকে দলের মুখ হিসেবে বর্ণনা করে সবাইকে একযোগে লড়াইয়ের বার্তা দিলেন। বললেন সামনেই ২০২১-এর নির্বাচন। বাংলা জয় আমাদের সকলের লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে স্বার্থত্যাগ করে আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে।