+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাহুল সিনহা বিজেপি ছাড়ার চিন্তায় তৃণমূলে যোগ দেয়ার ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা - October 18, 2020 10:18 am - কলকাতা

রাহুল সিনহা বিজেপি ছাড়ার চিন্তায় তৃণমূলে যোগ দেয়ার ইঙ্গিত

নিজের মুখে রাহুল সিনহা স্বীকার করেছেন তৃণমূলের দুই নেতার ফোন করার কথা। দুজনকেই সম্মানীয় নেতা বলে সম্বোধন করে তিনি যা জানালেন তাতে তাঁর তৃণমূল-যোগই স্পষ্ট হল এবার। বিজেপিতে কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়ে শেষমেশ রাহুল সিনহা বিজেপি ছাড়ার চিন্তা যে শুরু করে দিয়েছেন, তাও স্পষ্ট হল এদিন।

তাঁর এই কথাতেই ইঙ্গিত ছিল বিজেপি ছাড়ার। কিন্তু বিজেপি ছেড়ে তিনি কোন দলে যেতে পারেন বা কী করবেন, তার স্পষ্ট ইঙ্গিত ছিল না। রাজনৈতিক মহল জল্পনা করেছিল, তিনি বিজেপি ছাড়লে যোগ দিতে পারেন তৃণমূলেই। কেননা তাঁকে জবাব দিতে হবে বিজেপিকে। সেটা একমাত্র তৃণমূলে এসেই সম্ভব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে।

মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে তাঁর পদে বসানোয় ক্ষব্ধ হয়ে বিজেপিকে জবাব দিয়েছিলেন রাহুল সিনহা। বলেছিলেন, ৪০ বছর বিজেপির সেবা করার দারুন পুরস্কার পেলেন। তৃণমূল নেতা আসবে, তাই তাঁকে সরতে হবে। এর থেকে বড় অপমান আর কী আছে। তাই এর জবাব তিনি দেবেন ১০-১২ দিনের মধ্যেই।

তবে সবকিছুই বিজেপির নেতাদের ভয় দেখানো বা রাগ বা অভিমানের বহিঃপ্রকাশও হতে পারে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube