লক্ষীরতনের নেতৃত্বে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের প্রথম সভা
সাংগঠনিক রদবদলে দেখা যায় হাওড়া (শহর) জেলা কমিটির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অরূপ রায়কে। তাঁর জায়গায় সভাপতি করা হয় লক্ষ্মীরতন শুক্লকে। জেলার সাংগঠনিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় রাজীব ব্যানার্জিকে। দলীয় সূত্রে খবর, লক্ষ্মীরতনবাবু দায়িত্ব পাওয়ার পর এ দিন জেলা কমিটির বৈঠক ডাকা হলেও বিদায়ী সভাপতি অরূপবাবু সেখানে আসেন নি। নতুন সভাপতি লক্ষ্মীরতনবাবু ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত রাজীববাবু ছাড়া ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়কত্রয় বৈশালী ডালমিয়া, গুলশন মল্লিক ও ব্রজমোহন মজুমদার।
ঐ বৈঠকে ঠিক হয়েছে হাওড়া জেলা তৃণমূলের অফিস অন্যত্র সরানো হবে। পুরনো জেলা কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। জেলা ও ব্লক স্তরে কমিটি পুনর্গঠন করে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করা হবে। হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরির কাজ শুরু হয়েছে।