+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শুভেন্দুকে নিয়ে যখন জল্পনা, তখনই তাৎপর্যপূর্ণ মন্তব্য

নিজস্ব সংবাদদাতা - November 4, 2020 10:20 am - রাজ্য

শুভেন্দুকে নিয়ে যখন জল্পনা, তখনই তাৎপর্যপূর্ণ মন্তব্য

শুভেন্দুকে নিয়ে যখন জল্পনা চলছে, তখন তাৎপর্যপূর্ণ মন্তব্য করে শুভেন্দু সেই জল্পনা একাধারে জিইয়ে রাখলেন। শুভেন্দু আগেই সাফ জানিয়ে দিয়েছেন, মিডিয়ার কথা কান দেবেন না। তিনি যা বলবেন, সেটাই শেষ কথা। বাজারে যে সব রটছে সব সত্যি নয়। এরপর আবার বুদ্ধদেবের কথা তুলে কি তিনি কিছু বলতে চাইলেন নেত্রীকে! প্রশ্ন রয়েই গেল!

তিনি বলেন, পার্টি দেখে কাজ করলে কেউ বেশিদিন থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে বেশিদিন থাকতে পারবেন। পার্টিকে মানুষের জন্য কাজ করতে হবে, নেতাকে কাজ করতে হবে মানুষকে নিয়ে। দিনের শেষ যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন, শেষ কথা বলবে মানুষ।

শুভেন্দু বলেন, আমি নন্দীগ্রামের লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল আমরা ২৩৫। কেন ৩০ জনের কথা শুনব। এত পুলিশ, এত অর্থ, এত ক্ষমতা, এত বৈভব, এত সংখ্যা, এত অহংকার কোথায় গেল। মাত্র দেড় বছরের লড়াইয়ে সব ভেঙে তছনছ হয়ে গেল। মানুষ সব তছনছ করে দিয়েছে। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকতে পারেন, নচেৎ নয়।

প্রতিদিন নিত্যনতুন মন্তব্যে তিনি ঘাম ছুটিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের। তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েও সুদক্ষ রাজনীতিকের মতো তিনি বাণ ছাড়ছেন, যার ব্যাখ্যা করে শুভেন্দুর গতিবিধি নিরূপণ করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube