+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শুভেন্দুর সমর্থনে ময়দানে নামলেন তাঁর অনুগামীরা, নিশানা কিন্তু প্রশান্ত কিশোর

নিজস্ব সংবাদদাতা - October 5, 2020 11:31 am - রাজ্য

শুভেন্দুর সমর্থনে ময়দানে নামলেন তাঁর অনুগামীরা, নিশানা কিন্তু প্রশান্ত কিশোর

শুভেন্দুর সমর্থনে তাঁর অনুগামীরা এতদিন মুখে প্রতিবাদ করে আসছিল বা প্রতিবাদ হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন নিচুতলার নেতা-কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারী কেন নেই, তাঁকেই চাই নেতৃত্বে। প্রশান্ত কিশোরের টিম দল চালানোর ভার নিয়েছে বলেও অভিযোগ করে তৃণমূলের একাংশ।

শুভেন্দু-গড় পূর্ব মেদিনীপুর বা জঙ্গলমহল নয়, এবার শুভেন্দু সমর্থনে আওয়াজ উঠল অধীর-গড় মুর্শিদাবাদ থেকে। নবাব-গড়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের নেতা-কর্মীরাই। তাঁরা প্রশান্ত কিশোর ও তাঁর টিমের বিরুদ্ধেও প্রশ্ন ছুড়ে দিলেন, কেন শুভেন্দু অধিকারীকে সামনে আনা হচ্ছে না। আমরা তাঁকেই নেতৃত্বে চাই।

তৃণমূল কর্মীদের এহেন কর্মকাণ্ডে অস্বস্তিতে নেতৃত্ব। সুদূর মুর্শিদাবাদে যেভাবে শুভেন্দুর সমর্থনে গলা ফাটাচ্ছেন কর্মী-সমর্থকরা তাতে তৃণমূলের পর্যবেক্ষক পদ তুলে দেওয়ার খেসারত দিতে হতে পারে। বর্তমান নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা নেই। প্রশান্ত কিশোরের টিমের কাজকর্মেও তাঁরা অসন্তুষ্ট বলে রাস্তায় নেমে জানিয়ে দিলেন কর্মী-সমর্থকরা।

সম্প্রতি প্রশান্ত কিশোরের পরামর্শে তৃণমূলের জেলা পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়েছে। তার পরিবর্তে জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। কো-অর্ডিনেটর করা হয়েছে জেলার নেতাদেরই। এই অবস্থায় মুর্শিদাবাদের সৌমিক হোসেনের উপর অনাস্থা জ্ঞাপন করেছেন তাঁরা। দাবি তুলেছেন শুভেন্দু অধিকারীর সমর্থনে।

তৃণমূলের নিচুতলার নেতা-কর্মী-সমর্থকদের একাংশের দাবি, অধীর চৌধুরীর খাসতালুকে ঘাসফুল ফুটিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে বাদ দিয়ে তৃণমূল সম্ভব নয়। তৃণমূল নেতাকর্মীরাই এবার দাবি তুললেন সৌমিক হটাও। ফলে মুর্শিদাবাদের মতো জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল। প্রশান্ত কিশোর দলে শৃঙ্খলা আনার বার্তা দিলেও, কিন্তু সমানে চলছে বিশৃঙ্খলা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube