সংক্রমণ ও মৃত্যু কমল বিশ্ব জুড়ে! একদিনে আক্রান্ত ২ লক্ষ ৩০ হাজারের বেশি
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াল নতুন করে ২ লক্ষ ৩০ হাজার জনের বেশি মানুষের শরীরে। এখনও মৃত্যুর তালিকায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। সারা পৃথিবী জুড়ে মৃত্যুর সংখ্যা ৭ লক্ষ ৩৮ হাজার ৯৩০ জনেরI
করোনার জেরে সুস্থতার পরিসংখ্যান
করোনার জেরে সুস্থতার পরিসংখ্যানটা ক্রমেই বাড়ছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে আমেরিকায়। রোগ মুক্তি ঘটেছে ১৩, ১১৮, ৬১৮ জনের। ১ লক্ষ ৭৭ হাজার ৭০৮ জন সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায়।
আক্রান্তের সংখ্যা
আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানেই রয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৫২,৫১,৪৪৬ জন। দ্বিতীয়স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩০, ৫৭,৪৭০ এবং ২২,৬৭,১৫৩ জন।
এখনও সবার আগে
আক্রান্ত থেকে মৃত, সবার নিরিখে এখনও আমেরিকা সবার আগে। এখনও পর্যন্ত সেদেশ আক্রান্ত হয়েছেন ৫২,৫১,৪৪৬ জন। মৃত্যুর সংখ্যা ১,৬৬,১৯২ জন। তবে গত ২৪ ঘন্টায় আমেরিকায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে।
বাকি বিশ্বের পরিস্থিতি
ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যার বাড়ছে দ্রুতগতিতে। ভারতের পরেই আক্রান্তের নিরিখে যে ৪ টি দেশ রয়েছে, সেগুলি হল রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও পেরু। একসময়ে আক্রান্তের তালিকায় এগিয়ে থাকা স্পেন ও ব্রিটেন নেমে দিয়েছে অনেকটাই। মৃত্যুর সংখ্যার নিরিখে ভারতের থেকে যে চারটি দেশ এখনও এগিয়ে রয়েছে, তারা হল, আমেরিকা, ব্রাজিল মেক্সিকো।