+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সেপ্টেম্বর থেকে নভেম্বর এর মধ্যে স্কুল খোলার সভবনা রয়েছে

নিজস্ব সংবাদদাতা - August 8, 2020 1:37 pm - শিক্ষা

সেপ্টেম্বর থেকে নভেম্বর এর মধ্যে স্কুল খোলার সভবনা রয়েছে

চিত্র সৌজন্যে: 2POS

সেপ্টেম্বর থেকে নভেম্বর এর মধ্যে স্কুল খোলার সভবনা রয়েছে । কেন্দ্র একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হার্ষাবর্ধন এর নেতৃত্বে । ওই গোষ্ঠী তে যারা আছেন তারা দেখছেন এই অতিমারী পরিস্থিতি তে কিভাবে নিয়ম কানুন মেনে স্কুল খোলা যায় । শুরু তে উঁচু ক্লাস এর পড়ুয়া দের নিয়ে পঠন পাঠন এর ভাবনা ভাবা হচ্ছে । আলাদা সেকশন এ আলাদা দিনে ক্লাস করানো হবে এমনই ভাবা হচ্ছে। এ ব্যাপারে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) ইসু করা হবে। কিন্তু স্কুল কবে ও কিভাবে খোলা হবে এইটা রাজ্যের হাতেই থাকবে । আনলক পর্বের শুরু থেকে স্কুল কলেজ খোলা নিয়ে চিন্তা ভাবনা চলছে । মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রক যৌথভাবে স্কুল চালু করার নির্দেশিকা তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে সেপ্টেম্বর থেকে প্রথম ১৫ দিন দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসুক। স্কুল ২–৩ ঘন্টার বেশি খুলে না রাখারও পরামর্শ রয়েছে। মানে সকাল ৮ টা থেকে ১১ টা বা ১২ টা থেকে ৩ টা এর মধ্যে। ১ ঘন্টা স্যানিটাইজেশনের জন্য থাকবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube