স্যানিটাইজার বিক্রি করতে পারেন যে কেউ: কেন্দ্র
যে কেউ হ্যান্ড স্যানেটাইজার বিক্রি করতে পারেন। এর জন্য কোনও অনুমতিপত্র লাগবে না। করোনা বাড়বাড়ন্তে দূরদূরান্তে স্যানিটাইজার পৌঁছে দিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
সরকারি গ্যাজেটে সোমবার প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আপৎকালীন তৎপরতায় এই নিয়ম লাগু হচ্ছে। তবে একটি শর্তও আছে। একদিকে যেমন কোনও আগাম অনুমোদন ছাড়া যে কোনও ব্যক্তি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারবেন, তেমনই কোনও ভাবেই এক্সপায়ারি ডেট পার করা দ্রব্য বিক্রি করা চলবে না। করলে তা ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে।
তবে অল ইন্ডিয়া অরগানাইজেশান অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের তরফে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। কারণ এই সিদ্ধান্তের ফলেই সস্তায় নিম্ন গুণমানের স্যানেটাইজার বিক্রি বাড়বে।
উল্লেখ্য এই সংস্থায় নথিভুক্ত রয়েছেন সাড়ে আট লক্ষ কেমিস্ট। সংস্থার তরফে গত সপ্তাহেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে একটি চিঠি দেওয়া হয়। তাঁরা প্রধানমন্ত্রীকে আর্জি জানান, যাতে স্যানেটাইজার ওষুধের দোকান ছাড়া কোথাও বিক্রি না হয়।
কিন্তু আপত্তির জায়গাটা কোথায়? AIOCD লিখছে, একটি স্যানেটাইজার প্রস্তুত করতে সঠিক অনুপাতে ক্লোরহেক্সিডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, আইসোপ্রোরাইল অ্যালকোহল, গ্লিসারল, ইথানল(৯৫ শতাংশ) প্রপিলিন লাগে। যখন কোনও ওষুধের দোকান থেকে বিক্রি হয় এই ধরনের স্যানেটাইজার, সরকারি নিয়ামক সংস্থা কোয়ালিটি কন্ট্রোল করে অর্থাৎ দেখে নেয় এই উপাদানগুলি সঠিক অনুপাতে রয়েছে কিনা।
AICOD-এর জেনারেল সেক্রেটারি রাদীব সিংঘল বলছেন,”এই ক্ষেত্রে স্যানেটাইজারে কোনও কোয়ালিটি কন্ট্রোল থাকবে না। এবার পানবিড়ির দোকানেও স্যানেটাইজার বিক্রি হবে। আর যে স্যানেটাইজার নিজেই গুণমানে খারাপ তা কী করে সংক্রমণ রুখবে!”