১৮ ই অক্টোবর আইসিসির সভাপতি পদের প্রার্থী প্রস্তাবের শেষ তারিখ, মসনদে কি সৌরভ আসছেন?
করোনা আবহের মধ্যেই বেশ কিছুদিন আগে আইসিসির চেয়ারম্যান পদে সময়সীমা শেষের আগেই ইস্তফা দিয়ে দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। তারপর প্রায় তিনমাস অচলাবস্থা চলে আইসিসিতে। আজকে এতদিন বাদে ঘোষণা হোল ১৮ অক্টোবর এর মধ্যে নতুন আইসিসির চেয়ারম্যান কে হতে পারেন, প্রস্তাব দিতে পারেন বোর্ড অফ ডিরেক্টররা।
সমস্ত পদ্ধতিতে দেখাশোনা করবেন আইসিসির অডিট কমিটির এক স্বাধীন চেয়ারম্যান। তবে একাধিক প্রার্থীর ক্ষেত্রে ভোটাভুটি কি কায়দায় করা হবে তা নিশ্চিত করেনি আইসিসি। যদি বর্তমান নিয়মানুযায়ী ভোট করতেই হয়, তাহলে প্রার্থীকে মোট ভোটের দুই তৃতীয়াংশ পেতে হবে। বর্তমানে আইসিসির বোর্ড সদস্য ১৭ অর্থাৎ ১১-১২ টি ভোট পেতে হবে। এছাড়াও কিছু সদস্য দেশ আছে যারা চায় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে প্রার্থী বাছাই হোক সেক্ষেত্রে ৯টি ভোট পেলেই চলবে।
ঠিক এই কারণের জন্যেই আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে সম্ভবত ডিসেম্বর থেকে আইসিসির নতুন চেয়ারম্যান তার দায়িত্ব বুঝে নেবেন। জুলাইতে মনোহর দায়িত্ব ছাড়ার পরে বর্তমানে ডেপুটি চেয়ারম্যান ইয়রান খোয়াজা কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে চালাচ্ছেন। প্রসঙ্গত আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থীর নাম প্রস্তাবের ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরদের একজন তাঁর নাম প্রস্তাব করবেন অপরজন তাতে সম্মতি দেবেন।
উল্লেখ্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে এই পদের জন্য। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিফ গ্রেম স্মিথ তাঁর সৌরভের প্রতি সমর্থন জনসমক্ষে ঘোষণা করেছেন। এখন অপেক্ষা করে দেখা শেষ পর্যন্ত কে বসেন আইসিসির চেয়ারম্যানের মসনদে।