৫০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হল দিল্লি মেট্রো কর্মীদের
করনোভাইরাসজনিত লকডাউনের কারনে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ২০২০ সালের আগস্ট থেকে তাদের কর্মীদের ভাতা ৫০ শতাংশ হ্রাস করার কঠোর সিদ্ধান্ত নিল। বিবৃতি জারি করে ডিএমআরসি জানিয়েছে যে, আগস্ট থেকেই বেতনের ভাতা ১৫.৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী মেট্রো পরিষেবা পরিচালনা না করার ফলে এমন বিপত্তি ঘটেছে। প্রায় ১৩০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।
আর্থিক অবস্থা অনেকটাই প্রতিকূল হয়েছে, এই কারণবশত কর্মচারীদের বেতন ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগস্ট মাস থেকে কর্মচারীদের বেতন দেওয়া হবে ১৫.৭৫ শতাংশ হারে। আদেশে বলা হয়েছে, তবে কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, মূল্যবৃদ্ধি বাতা সংমিশ্রণে কর্মচারীদের বেতন দেওয়া হবে। এর আগে ডিএমআরসি একটি টুইট বার্তায় জানিয়েছিল যে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।