১৩০তম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে, কোলকাতার দুই প্রধান ক্লাব ছাড়াই
কলকাতা, সোমবার ২৩সে আগষ্ট, ফাইভ ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল) ফ্র্যাঞ্চাইজিস এন্ড থ্রী l-Leage teams সহ ১৬টিম আইকোনিক দুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুরু ৫ই সেপ্টেম্বর শেষ ৩রা অক্টোবর।
১৩০ বছরের এই টুর্ণানেন্টর পেছন দিকে গেলে ২০১৯ আগে দিল্লিতে বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়ে ছিল। ট্রেডিসনালি অর্গানাইজ করে, ইন্ডিয়ান আর্মি পাশাপাশি আর্ম ফোর্সসেস। এই ফুটবল টুর্ণামেন্ট এটি পুরোনো, পৃথিবীর এশিয়ার। পশ্চিমবঙ্গ সরকার যৌথ ভাবে সহযোগিতা করবে। এই টুর্নামেন্টের পরিচালকদের অন্যান্য ক্রীড়া সঙ্গগঠন গুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
কিন্তু এবারে ঐতিহ্য পূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেনা কোলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে। কারণ, ইস্টবেঙ্গল টীম গড়তে পারেনি ও মোহনবাগান এএফসি কাপের কথা মাথায় রেখে সংশয় প্রকাশ করেছে। সোমবার যে ক্লাবের তালিকা প্রকাশ করা হয়েছে, তার তালিকা দেওয়া হলো। ১৬টি টীমের নাম ঘোষণা করা হলো। তাতে আইএসএলের ৫টি টীম—বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, কেরালার ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি ও জামশেদপুর এফসি, এদের সঙ্গে রয়েছে, আই লীগের তিন টীম যথাক্রমে–মহামেডান, গোকুলম ও সুদেবা। অপরদিকে দ্বীতিয় ডিভিশন আই লীগের বেঙ্গালুরু ইউনাইটেড ও দিল্লি এফসিকে নেওয়া হয়েছে। আর বাকি সবই সেনাবাহিনীর টীম : যথা–আর্মি গ্রীন, আর্মি রেড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি,
সিআরপিএফ ও অসম রাইফেলস। সমস্ত খেলা গুলি হবে যুবভারতী ক্রীরাঙ্গন, কল্যাণী ও মোহনবাগান ময়দানে।