স্বাধীনতার প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে কি বললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
স্বাধীনতার প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতার ৭৫ বছরে দেশবাসীকে জানালেন শুভেচ্ছা। জানালেন কৃতজ্ঞতা। বক্তব্যে একাধিক বিষয় তুলে ধরেছেন তিনি। স্বাধীনতা আনার জন্য যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়েছেন।
করোনা কালের ভয়াবহ সময়ের কথা তুলে ধরে করোনা যোদ্ধা যাঁরা। যাঁরা সেই সময়েও লড়াই চালিয়ে গিয়েছেন, তঁদের ধন্যবাদ জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি। ভারতের রেকর্ড পরিমাণ ভ্যাকসিন তৈরির প্রশংসাও করেছেন তিনি। তাঁর বক্তব্যে তিনি তুলে ধরেছেন, দেশে লিঙ্গ বৈষম্য কমার কথা। তাঁর মতে এদেশে নারী সমাজ বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পরেই ভারতের মেয়েরা ভোটাধিকার পেয়েছে সেই প্রসঙ্গও তুলে ধরেন। একই সঙ্গে বলেন, “মহিলারা অনেক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন। সঠিক সুযোগ পেলে তারা দারুণ সাফল্য অর্জন করতে পারে। আমাদের মেয়েরা ফাইটার পাইলট থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানী পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তাদের ছাপ ফেলছে।”
তিনি আশা প্রকাশ করেছেন ২০৪৭ সালের মধ্যে গড়ে উঠবে নবভারত। আজকের ভাষণে তিনি বলেন, “আমাদের দৃঢ় সংকল্প ২০৪৭ সালের মধ্যে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়িত করব।”