+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বাড়ির ছাদ ফুটো হয়ে পড়ল পাথর, ১৫ কোটি টাকায় বিক্রি

নিজস্ব সংবাদদাতা - November 20, 2020 10:55 am - বিচিত্রসংবাদ

বাড়ির ছাদ ফুটো হয়ে পড়ল পাথর, ১৫ কোটি টাকায় বিক্রি

বাড়ির পাশেই কফিন তৈরির কাজ করছিলেন জোসুয়া হুটাগালাঙ্ক নামে এক যুবক। হঠাৎ সে শুনতে পেল বিকট এক শব্দ। গিয়ে দেখল বাড়ির ছাদে ফুটো হয়ে পড়ল উল্কাপিন্ড। উল্কাপিণ্ডটি ঘরের মেঝেতে প্রায় ১৫ সেন্টিমিটার ঢুকে যায়। এ ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক। তিনি তখনো জানতেন না এই পাথরটিই তার ভাগ্য পরিবর্তন করবে। ওই পাথরটি তাকে রাতারাতি কোটিপতি করেছে।
গত আগস্টে ইন্দোনেশিয়ার সুমাত্রার কোলাঙ্ক এলাকায় এ বিরল ঘটনাটি ঘটেছে।
এই উল্কা টুকরাটি প্রায় ৪০০ বছরের পুরনো যার বাজারমূল্য ১৮ লাখ ডলার। টাকায় ১৫ কোটি টাকার বেশি। উল্কাপিণ্ডটি বিক্রি করে জোসুয়া পেয়েছে ১৫ কোটি টাকা। বিরল প্রজাতির এই উল্কাটির প্রতি গ্রাম ৮৫৭ ডলারে বিক্রি হয়েছে। এক সংগ্রহকারী এটি কিনেছেন।
জোসুয়া জানায়, প্রথম যখন এটি পড়ে তখন বাড়িটা যেন ঝাঁকি খেল। ছাদ ফেটে পড়ার পর এটি অনেক গরম ছিল। কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।
ফেসবুকে এই পোস্ট করে জোসুয়া হুটাগালাঙ্ক লিখেছিলেন, ‘হঠাৎ আকাশ থেকে একটি কালো পাথরের মতো পড়েছিল। আমাকে অবাক করেছে। তবে তা যাই হোক না কেন, আশা করি আমাদের পরিবারের জন্য এটি একটি ভালো লক্ষণ। উল্কা বেচে যে অর্থ পেয়েজেন, তা দিয়ে এলাকায় চার্চ করতে চান জোসুয়া।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube