+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

১৭ তম প্রগতি বাংলা উৎসব অনুষ্ঠিত হলো

সত্যজিৎ চক্রবর্তী - April 11, 2022 1:01 am - কোথায় কি হচ্ছে!

১৭ তম প্রগতি বাংলা উৎসব অনুষ্ঠিত হলো

যাদবপুর, কলকাতা, রবিবার ৩রা এপ্রিল, ১৭ তম প্রগতি বাংলা উৎসব অনুষ্ঠিত হলো যাদবপুর ইউনিভার্সিটির ত্রিগুনা সেন অডিটোরিয়ামে। উৎসব এবং সংগঠনের কর্ণধার অধ্যাপক ও ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী জানন অনুষ্ঠান বিগত ১৭ বছর ধরে সংঘটিত হচ্ছে সর্বধর্ম সমন্বয়, দুই বাংলার মৈত্রী উৎসব, নৃত্য, গান, সাবেকি ফ্যাশন শো, গুণীজন সংবর্ধনা, বঙ্গ গৌরব সম্মান ও সেরা বাঙালি প্রাপক ছিলেন কৃতি ৫০ জন বাঙালি। ওনাদের মধ্যে ছিলেন ডাক্তার ধীমান কাহালি, ডাক্তার সৌতিক পান্ডা, পন্ডিত পার্থ বসু, ব্যারিস্টার প্রমিত রায়, ধীমান দাস, অরিজিৎ দত্ত, দেবিকা মুখার্জি , ডিজাইনার অভিষেক রায়, অভিনেত্রী তৃষা দাস, পন্ডিত প্রদ্যুৎ মুখার্জী, সিআইডি শান্তি দাস, ডা অমিতাভ চন্দ্, ডা ধীরেশ চৌধুরী, ফুটবলার সুমিত মুখার্জি, এডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী, বিদুষী শুভ্রা গুহ, পন্ডিত মল্লার ঘোষ, নৃত্য গুরু প্রদীপ্ত নিয়োগী, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট দেবযাণী দাস গুপ্ত প্রমূখ।

ডাক্তার অরিজিৎ নিয়োগী সাবেকি ব্র্যান্ড এলিগেন্স-এর পোশাক পড়ে রেম্পে হাঁটেন অরিজিৎ দত্ত, অভিনেতা রিজওয়ান, পায়েল মুখার্জি, দীপাঞ্জন বসাক, পারমিতা ব্যানার্জি, বিবেক ত্রিবেদী, সায়ন্তন সরকার সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা।

ডক্টর অরিজিৎ-এর পাশাপাশি ফ্যাশন শোতে ডিজাইনার হিসেবে অংশগ্রহণ করেন সুবর্ণা ও সৌমেন ঘোষ এবং কুন্ত নীল দাস । মডেলদের পাশাপাশি সেলিব্রিটি, বিশেষভাবে সক্ষম এবং সমাজের বৃহন্নলা এবং এলজিবিটিকিউ সমাজ সাবেকি পোশাক পড়ে ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন ।

কোরিওগ্রাফি করেন মডেল অর্চিত রায়। প্রকাশিত হয় এই এলিগেন্স নববর্ষ বাংলা ক্যালেন্ডার এবং ক্যালিডোস্কোপ এপ্রিল সংখ্যা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube