+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রথম সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জিতলেন মহিলা ডাবলস স্পেশালিস্ট ক্রিচিকোভা

নিজস্ব সংবাদদাতা - June 13, 2021 10:20 am - খেলা

প্রথম সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জিতলেন মহিলা ডাবলস স্পেশালিস্ট ক্রিচিকোভা

কেরিয়ারের প্রথম সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জিতলেন চেক রিপাবলিকের বারবোরা ক্রিচিকোভা। ফাইনালে তিনি হারালেন রাশিয়ার আনাসতাসিয়া পাভলুচেঙ্কোভা। খেলার ফল ৬-১, ২-৬ ও ৬-৪। প্রথম সেটে এগিয়ে গেলেও দ্বিতীয় সেটে পিছিয়ে গিয়েছিলেন ক্রিচিকোভা। পরে তৃতীয় সেটে ম্যাচ ফিরে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জিতলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার। এ বার মহিলা সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেল রোলাঁ গারো। ১৯৮১ সালের পরে ২৫ বছরের বারবোরা ক্রিচিকোভারই হলেন প্রথম চেক রিপাবলিকের কোনও মহিলা খেলোয়াড় যিনি ফ্রেঞ্চ ওপেন ট্রফি হাতে তুললেন। এর আগে ১৯৮১ সালে সুজানে লেঙ্গলেন কাপ হাতে তুলেছিলেন চেকোস্লোভাকিয়ার খেলোয়াড় হানা মান্ডলিকোভা। এদিনের লড়াইয়ে প্রথম থেকেই রোলাঁ গারোতে ম্যাচে নিজের দখল রেখেছিলেন বারবোরা ক্রিচিকোভা। প্রথম সেট অনায়াসেই ৬-১ জিতে যান তিনি। এরপর দ্বিতীয় সেটে দারুন ভাবে কামব্যাক করেন রাশিয়ার আনাসতাসিয়া পাভলুচেঙ্কোভা। তিনি ২-৬ এ দ্বিতীয় সেট জেতেন। পরে অবশ্য তৃতীয় সেটে কামব্যাক করেন ক্রিচিকোভা। তৃতীয় সেটের দুরন্ত লড়াইয়ে ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নেন তিনি। ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পান আনাসতাসিয়া পাভলুচেঙ্কোভা। শুশ্রূষা নিতে হয় তাঁকে। বোঝা যায় কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। সেই নিয়েই তৃতীয় সেটে লড়াই করেন আনাসতাসিয়া পাভলুচেঙ্কোভা। শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube