+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

চলতি বছর ২৩ মে বক্রি হবে কর্মফলদাতা শনি

জোতিষবিদ - May 11, 2021 11:17 am - রাশিফল

চলতি বছর ২৩ মে বক্রি হবে কর্মফলদাতা শনি

চলতি বছর ২৩ মে বক্রি হবে কর্মফলদাতা শনি, এ বছর শনির কোনও রাশি পরিবর্তন না-হলেও উলটো পথে হাঁটবে এই গ্রহ। প্রায় ৫ মাস বক্রি দশায় থাকবে শনি। ১১ অক্টোবর ২০২১ সালে মার্গি অর্থাৎ সোজা পথে হাঁটবে শনি। শনির বক্রি দশার কী প্রভাব পড়তে পারে, জানুন এখানে—

শনির বক্রি দশার সবচেয়ে বেশি প্রভাব পড়বে ধনু, মকর ও কুম্ভ রাশির ওপর। কারণ এই তিনটি রাশির ওপর শনির সাড়েসাতি চলছে। জ্যোতিষ অনুযায়ী শনির বক্রিদশা চলাকালীন, সাড়েসাতি পীড়িত রাশির জাতকদের অধিক সতর্ক থাকা উচিত।

শনির সাড়োতির তিনটি পর্যায়। ধনু রাশিতে শনির সাড়েসাতির অন্তিম পর্যায় চলছে। মকর রাশির জাতকদের ওপর সাড়েসাতির দ্বিতীয় ও কুম্ভ জাতকদের ওপর প্রথম পর্যায় চলছে। এ সময় এই তিনটি রাশির জাতকরা নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকুন। এর পাশাপাশি লগ্নি করবেন না।

ধনু- শনির বক্রি দশার কারণে এই রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। ২৯ এপ্রিল ২০২১ পর্যন্ত মকর রাশিতেই বিরাজ করবে শনি, এর পর কুম্ভে প্রবেশ করবে। তখনই ধনু রাশির জাতকদের ওপর থেকে সাড়েসাতির প্রভাব শেষ হবে।

মকর- এ সময় মকর রাশিতেই বিরাজ করছে শনি। আবার ২৩ মে থেকে এই রাশিতেই উলটো পথে হাঁটবে কর্মফলদাতা। এ সময় এই রাশির জাতকদের জীবনে চাকরি ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।

কুম্ভ- শনির বক্রি দশার কারণে এই রাশির জাতকদের কাজে অবনতি হতে পারে। এই রাশির অধিপতিও শনি। বক্রি শনি যদি কোনও জাতকের কোষ্ঠিতে শুভ স্থিতিতে বিরাজ করে থাকে, তা হলে সেই জাতক শুভ ফল লাভ করতে পারবে। আবার কোষ্ঠিতে অশুভ পরিস্থিতিতে থাকলে জাতককে ক্ষতি স্বীকার করতে হয়।

অন্য দিকে মিথুন ও তুলা রাশির জাতকদের ওপর শনির আড়াই বছরের প্রভাব চলছে। এর ফলে এই দুই রাশিকেও ওঠা-পড়ার সম্মুখীন হতে হবে। এ সময় মানসিক অবসাদ দেখা দিতে পারে। আবার পরিশ্রমের পূর্ণও ফলও লাভ করবেন না।

শনি দোষের প্রভাব কম করার জন্য ভালো কর্ম করা উচিত। ভুল কাজ করবেন না। এ সময় হনুমান চালিসা পাঠ করলে সুফল লাভ করা যেতে পারে। এমনকী শনি মন্ত্র জপ করাও শুভ। বয়স্কদের সম্মান করলেও শনি দোষ কম করা যায়।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube