২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,০৪৩
করোনাভাইরাস বাংলায় থাবা ক্রমশই জোরদার করছে। স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,০৪৩ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৩,৬৪৮। বেড়েছে মৃতের সংখ্যাও, একদিনে ১২। আর তাই এই মুহূর্তে কপালে ভাঁজ পড়ে স্বাস্থ্য কর্তাদের। সংক্রমণের নিরিখে শনিবারও এগিয়ে কলকাতা। আর মৃত্যুর নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা। ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১০ হাজার ৪৯৮। শতাংশের বিচারে দেখলে দৈনিক সংক্রমণের হারও বেড়ে গিয়েছে অনেকটাই। শেষ ২৪ ঘণ্টার বিচারে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৯৭ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে বাংলায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ২১,৩৬৬। মৃত্যু হয়েছে মোট ১০,৩৯০ জনের। তারই মধ্যে খবর, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বিধানসভার বিদায়ী স্পিকার তথা বারুইপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। মৃত্যু হয়েছে চারজনের। এরপরই উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্তের সংখ্যা একদিনেই ৮৮৭ জন। বেড়েছে মৃত্যুও, পাঁচজন। একদিনের সংক্রমণে জোর টক্কর দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার মধ্যে। প্রথমটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৯১ জন, হাওড়ায় সংখ্যাটা ২৮৯। দুই জেলাতেই মৃত্যু হয়েছে ১–১ করে। পরিস্থিতি উদ্বেগজনক বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমানেরও।
রাজ্যের আরও কয়েকটি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে হাওড়া (২৮৯), হুগলি (১৯১), দক্ষিণ ২৪ পরগনা (২৯১), পশ্চিম বর্ধমান (২৬৬) এবং বীরভূম (২৭১)। এখনও পর্যন্ত ৭৬ লক্ষ ৭৪ হাজার ৬৩৪ জন করোনার টিকা নিয়েছেন। তার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৯৪০ জন। বঙ্গে নির্বাচনী উত্তাপের পাশাপাশি কোভিডের দ্বিতীয় ঢেউ বেশ ধাক্কা দিয়েছে তাই পরিস্থিতি বেসামাল করে তুলছে।