+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৪৫ হাজার ৮৩ জন।

নিজস্ব সংবাদদাতা - August 29, 2021 3:46 pm - দেশ

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৪৫ হাজার ৮৩ জন।

শনিবারের থেকে রবিবার ৩.৫ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। তবুও আশঙ্কা পিছু ছাড়ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৪৫ হাজার ৮৩ জন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩৫ হাজার ৮৪০। এদিনের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮। এদিকে সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ।

বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট ২.৫৭ শতাংশ। যা টানা ৩৪ দিন ধরে ৩ শতাংশের নিচে। পজিটিভিটি রেট ৫ শতাংশের নিচে থাকলে তা চিন্তার বিষয় নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাক্টিভ কেস মোট আক্রান্তের ১.০৯ শতাংশ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে ৪৬০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জনের।

এদিকে কেরলে ওনামের পর থেকেই ৩০ হাজারের ওপরে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৬৫ জন। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে সেখানে নৈশ কার্ফু জারি করেছে বিজয়ন সরকার‌‌। আক্রান্তের নিরিখে তারপরেই রয়েছে মহারাষ্ট্র।‌ সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন। এরপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। বঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৬১।

এদিকে দেশে দ্রুত গতিতে চলছে ভ্যাকসিনেশন। এখনও পর্যন্ত ৬৩ কোটির বেশি ভ্যাকসিনেশন হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৪ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের জেরে অশনি সংকেত দেখা যাচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube