গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩,২০৫ জন।
রাজধানী দিল্লির অবস্থা বেশ খারাপ। যদিও আইসিএমআর জানাচ্ছে, আপাতত নাকি চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই। যদিও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ২৫ শতাংশ। অ্যাকটিভ কেসও ফের ঊর্ধ্বমুখী।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩,২০৫ জন। গতকাল যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। অর্থাৎ একদিকে সংক্রমণের হার বাড়ল ২৪.৮ শতাংশ। শুধু দিল্লিতেই আক্রান্ত ১,৪১৪ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী। বর্তমানে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৫০৯। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩১ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯২০।
এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৮০২ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। আপাতত জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজে। দ্বিতীয় ডোজ এবং বুস্টার বা প্রিকশন ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা যায় কি না, তা নিয়ে আজ বৈঠকে বসতে পারে কেন্দ্রের বিশেষজ্ঞ দল।