গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮ জন।
করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ আরও কিছুটা বাড়িয়ে দিয়ে মঙ্গলবার। সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮ জন। দৈনিক সংক্রমণের সংখ্যায় শীর্ষে কলকাতা (৫৮২) এবং উত্তর ২৪ পরগনা (৪৭২)। তার পরেই রয়েছে হাওড়া (১৭৯), দক্ষিণ ২৪ পরগনা (১৩০), বীরভূম (১২৬), হুগলি (৯২), পশ্চিম বর্ধমান (৭৫) এবং পূর্ব মেদিনীপুর (৪৭)। এ ছাড়া আলিপুরদুয়ার (১১), দার্জিলিং (৩৩), জলপাইগুড়ি (১২), উত্তর দিনাজপুর (৪০), মালদহ (৩৭), মুর্শিদাবাদ (৫৫), নদিয়া (৫১), পুরুলিয়া (২৯), বাঁকুড়া (১৫) এবং পশ্চিম মেদিনীপুর (২৭)। প্রায় সর্বত্রই বেড়েছে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও।
রাজ্যে মঙ্গলবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৭৪ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২২ জন। সোমবারের তুলনায় কিছুটা বেড়েছে দৈনিক সুস্থের সংখ্যা। রাজ্যে এখন সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৭৭৫ জন। এই সংখ্যা সোমবারের তুলনায় ১ হাজার ৩২৯ জন বেশি। প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭ শতাংশ। এ নিয়ে মোট ৯৩ লক্ষ ৩৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে মারা গেছেন ৭ জন। এরমধ্যে কলকাতায় ৩ জন