নির্ঘণ্ট অনুযায়ী এ বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর ।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা । গোটা বছর যে যেখানেই থাকুন না কেন, এই সময়টায় ঘরে ফিরতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা। চারদিনের আড্ডা, খাওয়া-দাওয়া, প্যান্ডেল হপিং, পুজোর আগে শপিংয়ের উত্তেজনা আর সবশেষে বিসর্জনের মন খারাপ-বাঙালি মজে আছে এই কার্নিভালেই। এ বারে আবার মেগা সেলিব্রেশন। ইউনেস্কো থেকে পাওয়া স্বীকৃতির পরে ২০২২ সালের দুর্গাপূজা UNESCO Award হতে চলেছে আরও বেশি আকর্ষণীয়। তাই এই কার্নিভালের খুঁটিনাটিপাঠকের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর আমরা ।
২০২২ মহালয়া কবে ?
নির্ঘণ্ট অনুযায়ী এ বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর । দুর্গাপূজার মহালয়ার দিনটি খুবই স্পেশ্যাল এই দিন থেকেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুভ সূচনা হয়। পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করা হয় । মা দুর্গার চক্ষুদানও হয় এই দিনেই । অর্থাৎ দেবীপক্ষ শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকেই।
২০২২ দুর্গাপূজা কবে ?
২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী । মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার। এই দিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান। ২ অক্টোবর সপ্তমী । অষ্টমী পড়েছে সোমবার ৩ অক্টোবর। ৪ অক্টোবর মহানবমী । নবমী নিশি পোহাতেই বেজে উঠবে বিষাদের সুর। বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবারে।
বাঙালির দুর্গাপূজা |
কোথাও থিম পুজো তো কোথাও সাবেক পুজো – শহর বা শহরাঞ্চল, গাঁ গঞ্জ এক কথায় এই উৎসব নিয়ে বাঙালির উৎসাহের কোনও অন্ত নেই। তবে ২০২০ এবং ২০২১ সালে করোনার চোখ রাঙানির জন্য সেভাবে মানুষ পুজোর দিন উপভোগ করতে পারেনি। বহু পুজো হয়েছে শুধুই রীতি মেনে, কোনও জাঁকজমক ছাড়া। ফলে এ বছর করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও মানুষের মধ্যে পুজো নিয়ে মানুষের আবেগ, উন্মাদনা অনেকটাই বেশি। দু’বছর পুজো হয়েছে নামমাত্র। ফলে এ বারে কমর বেঁধে নেমে পড়েছে পুজো কমিটিগুলি। বহু ক্লাবের খুঁটিপুজো হয়ে গিয়েছে পয়লা বৈশাখেই। সপ্তমী , অষ্টমী , নবমী , দশমী , দুর্গা আবাহন থেকে বিসর্জনের রীতি-রেওয়াজ এই চারদিন ভক্তিভরে পালন করা হয় দেশ জুড়েই। নবপত্রিকা স্নান , দেবীর অসুর বধ, কুমারী পুজো , সন্ধিপুজো নবমীর ভোগ পরিশেষে দশমীতে প্রতিমা নিরঞ্জন , পল অনুপল দুর্গাই যেন জুড়ে দেন বাঙালিকে। আলোর বেণু বাজতেই প্রবাসীরা ব্য়াগ গোছাতে শুরু করে দিয়েছেন। গত দু-বছর যাঁরা করোনার কারণে বা়ড়িতে ফিরতে পারেননি, তাদের টিকিট কাটা সারা, এখন শুধুই শহরে ফেরার অপেক্ষা।
বঙ্গীয় সংস্কৃতি পরিষদ শারদ গৌরব পূজো পুরস্কার এর মনোনয়ন জমা দেওয়া পুজো নিয়ে মণ্ডপে মণ্ডপে বিচারকদের বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও প্রতিমা, মণ্ডপ, সমাজসেবা প্রভৃতি বিষয়ে পুরস্কৃত করা হবে। বর্তমান অতিমারী পরিস্থিতি তে মা র জন্য এ লড়াই সুস্থ্য মানসিকতার বহির্প্রকাশ। শুভ কামনা রইলো বঙ্গবাসীর জন্য।