দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টি নামার পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস।
গতকালও রাজ্যের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ধীরে ধীরে কমে যাবে বৃষ্টি। কিন্তু আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টি নামার পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। উপকূলবর্তী ২ জেলায় সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে মৎসজীবিদের। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কায় কাঁপছে উপকূলবর্তী ২ জেলা। বৃষ্টি হলেও আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বাড়বে। অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। তা আগামীকাল অর্থাৎ রবিবারের মধ্যেই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখাটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে নেমে যাবে।