+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

৩০ শতাংশ বাড়তে পারে বিমান ভাড়া

নিজস্ব সংবাদদাতা - February 12, 2021 10:34 am - দেশ

৩০ শতাংশ বাড়তে পারে বিমান ভাড়া

বিমানের টিকিটের দামে যে ঊর্ধ্ব ও নিম্নসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র, সেটিকে ৩০ শতাংশ অবধি বৃদ্ধি করার অনুমতি দেওয়া হল। এর ফলে বিমান টিকিটের দাম বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। দুই মাস বিমান পরিষেবা বন্ধ করার পর ২৫ মে ২০২০-তে ফের শুরু হয়। তখন থেকেই ঊর্ধ্ব ও নিম্নসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। প্রায় নয় মাস বাদে সেই নিয়ম লঘু করল মোদী সরকার।

৯০-১২০ মিনিটের ফ্লাইটের ক্ষেত্রে ৩৫০০ থেকে ৩৯০০ টাকা করে দেওয়া হয়েছে লোয়ার ক্যাপ। অন্যদিকে টিকিটের সর্বোচ্চ দাম ১০ হাজার থেকে ১৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আপাতত ৮০ শতাংশ প্লেন চালানোর অনুমতি দিয়েছে সরকার।

সংসদে হরদীপ সিং পুরী বলেন যে অনির্দিষ্টকালের জন্য দামের ওপর বিধিনিষেধ চাপানো সম্ভব নয়। এখন ৮০ শতাংশ বিমান চলছে, তাই এই দামের ওপর ঊর্ধ্বসীমা রাখার প্রয়োজন নেই বলেই তিনি জানান। লকডাউের সময় মন্ত্রী বলেছিলেন যে অল্প কিছু দিনের জন্যই এটি লাগু করা হচ্ছে। সেই মর্মেই এবার পরিস্থিতি যখন অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে, তখন সিদ্ধান্ত লঘু করে দিল কেন্দ্র।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube