৩২৫ দিনে করোনায় সংক্রমিত এক কোটি ছাড়াল
ভারতে ৩২৫ দিনে করোনায় সংক্রমিত এক কোটি ছাড়াল। দেশে বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা। আজ দেশে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াল। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ৩২৪ দিনে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৫৩। একদিনে মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। এনিয়ে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৪৫ হাজার ১৩৬ জনের। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের হিসেব প্রতি ১০ লক্ষে ৬ হাজারের আশেপাশে। দেশের করোনা আক্রান্তের পিক এসেছিল ১৬ সেপ্টেম্বর। সেদিন ৯৭ হাজার করোনা আক্রান্ত হয়েছিলেন দেশে। সেখান থেকে এখন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম থাকছে। সেখান থেকে ধাপে ধাপে সংক্রমিতের সংখ্যা নামতে নামতে দেখা যাচ্ছে ভারতে। বর্তমানে দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষ ৮৮ হাজার ৭৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লক্ষ ৭৮ হাজার ৭২২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৭ হাজার ১২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মোট ৮ লক্ষ ৭৭ হাজার ৮০৬ আক্রান্ত হয়েছেন এবং ৮ লক্ষ ৬৬ হাজার ৩৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।