৩৬ রানে অল-আউট হয়ে কোহলি বলেন, কেমন লাগছে বলে বোঝানো যাবে না
অ্যাডিলেডে হারের পর ভারত অধিনায়ক স্পষ্ট জানালেন, নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দলের এমন পারফর্ম্যান্সের পর ক্যাপ্টেনের পক্ষে সত্যিই কঠিন হয়ে দাঁড়ায় মনের অবস্থা মুখে প্রকাশ করা।
অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউট হওয়ার আগে পর্যন্ত ম্যাচের রাশ ভারতের হাতে ছিল। তৃতীয় দিনের ১ ঘণ্টাতেই ছবিটা আমূল বদলে যায়। অস্ট্রেলিয়া অতি সহজেই ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড নিয়ে নেয়।
ম্যাচের পর কোহলি বলেন, ‘এটা সত্যিই যন্ত্রণাদায়ক। আজ আমাদের হয়ত ব্যাট করার ইচ্ছাই ছিল না। এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা সহজ নয়। খেলা শুরুর আগে আমাদের হাতে ৬০ রানের বেশি লিড ছিল। তারপর কার্যত সব ধসে পড়ে। দু’দিন দারুণ ক্রিকেট খেলে আমরা একটা জায়গা তৈরি করি। তার পর এক ঘণ্টায় সব হারিয়ে যায়।’
অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্ব দিলেও কোহলি মনে করছেন না যে, অজি বোলাররা নাটকীয়ভাবে দারুণ কিছু করে দেখিয়েছেন। বরং, এমন বিপর্যয়ের জন্য বিরাট অস্ট্রেলিয়ার ভালো বোলিংয়ের সঙ্গে নিজেদের মানসিকতাকেও দায়ি করেছেন।
কোহলি বলেন, ‘প্রথম ইনিংসের মতোই বোলাররা একই জায়গায় বল করেছে। তবে তখন আমাদের মানসিকতা ছিল রান করার। অবশ্যই কিছু ভালো বলও ছিল, তবে ওদের ভালো বোলিংয়ের সঙ্গে আমাদের সদিচ্ছার অভাবের মিলিত ফল এটা।’
শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমি নিশ্চিত যে, ছেলেরা সামনের দিকে এগিয়ে যাবে এবং ঘুরে দাঁড়িয়ে বক্সিং ডে টেস্টে ভালো ফল করবে।’