অক্সিজেনের ঘাটতি ৫-৬ দিনেই মিটে যাবার সম্ভাবনা
করোনা আবহে অক্সিজেনের অভাবে দিল্লিতে প্রাণ হারাচ্ছে প্রচুর রোগী। এই আবহে কেন্দ্র ও রাজ্যের উপর চাপ বাড়ছে। দিল্লির হাসপাতালগুলি প্রতিদিনই কাতর আবেদন জানাচ্ছে অক্সিজেন সরবরাহের জন্য। এই আবহেই গুরুগ্রামে অবস্থিত মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান ডঃ নরেশ ত্রেহান দাবি করেন আগামী ৫-৬ দিনের মধ্যেই অক্সিজেনের ঘাটতি মিটে যেতে পারে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার অক্সিজেনের আমদানির উপর শুল্ক উঠিয়ে দেয়। পাশাপাশি এদিনই প্রধানমন্ত্রী টুইট করে ঘোষণা করে জানান, প্রতিটি জেলায় জেলায় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। এই আবহে অক্সিজেনের ঘাটতি আগামী ৫-৬ দিনেই মিটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা ব্যক্ত করলেন রাজধানীর মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান।
দেশজুড়ে বাড়ছে করোনা আক্রন্তের সংখ্যা। সঙ্গে অক্সিজেনের অভাব বাড়ছে। দিল্লি, মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তাদের কাছে অক্সিজেন প্রায় শেষ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাব মেটাতে একাধিক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবং সেই পদক্ষেপে আশার আলো দেখতে পাচ্ছেন মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান।