৫ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টানা তাপপ্রবাহ চলছে। আর সেই গরমের মধ্যেই এবার নয়া রেকর্ড ভাঙল কলকাতার তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি। এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে, এখনই তাপমাত্রা কমছে না শহর এবং পার্শ্ববর্তী জেলায়। ৪ মে পর্যন্ত টানা তাপপ্রবাহ চলবে কলকাতায়। ৫ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ৫ মে থেকে সাময়িক স্বস্তি পাবেন সাধারণ মানুষ। তবে চলতি সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় ৪১ ডিগ্রি এবং জেলাতেও বেশির ভাগ জায়গায় ৪২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল সোমবার। সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি দেখা গিয়েছে পানাগড় এলাকায়। দ্বিতীয় স্থানে রয়েছে মেদিনীপুর। ডায়মন্ডহারবার, বাঁকুড়া, মেদিনীপুর, আসানসোল, মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।