৬০ শতাংশ নম্বর পেলেই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
বাংলার ছাত্রছাত্রীদের জন্য সুখবর। জেনারেল পড়ুয়ারা ৬০ শতাংশ নম্বর পেলেই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃতি ছাত্রছাত্রীদের অভিনন্দনও জানান তিনি। এর সাথে ঘোষণা করেন, এতদিন পর্যন্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ছিল ঐক্যশ্রী। এই প্রকল্পে জেলারেল ছাত্রছাত্রীরা ৭৫ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারত বৃত্তির জন্য। এখন যে সমস্ত পড়ুয়ার বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের কথা ভেবেই এই ব্যবস্থা করা হল। ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। রাজ্যের পড়ুয়াদের জন্য বিশেষ কিছু প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেরিয়ার গাইডলাইনের জন্য একটি পোর্টাল তৈরি করা হবে। এই পোর্টালে কোন বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় পড়ানো হচ্ছে, কি বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। এই পোর্টালে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বিষয় চয়নে সমস্ত তথ্য পাবে ছাত্ররা।