গত ৭১ দিনে সর্বনিম্ন সংক্রমণ।
দেশে করোনা পরিস্থিতিতে ফের খানিকটা স্বস্তি। গত ৭১ দিনে সর্বনিম্ন সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। যা নিঃসন্দেহে স্বস্তির খবর দেশে নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। এদিন কমেছে মৃতের সংখ্যাও গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেক বেশি হওয়ায় এদিন অ্যাক্টিভ কেস কমল ৫৪ হাজার ৫৩১টি। অন্যদিকে পজিটিভিটির হার কমে ৪.২৫ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন টেস্ট করালে আক্রান্ত হচ্ছেন ৪.২৫ জন। অন্যদিকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.২৬ শতাংশ। রাজ্যগুলিতেও নিম্নমুখী গ্রাফ। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০৮ জন। কেরালায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন এবং মহারাষ্ট্র আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৯৭ জন। বঙ্গেও কমেছে নতুন করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় স্বস্তিতে চিকিৎসক তথা রাজ্যগুলির প্রশাসন।