+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পঞ্চম দফায় ৭২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে প্রচার, নির্দেশ কমিশনের

নিজস্ব সংবাদদাতা - April 11, 2021 9:02 am - রাজ্য

পঞ্চম দফায় ৭২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে প্রচার, নির্দেশ কমিশনের

প্রথম চার দফার ভোটে হিংসা এড়ানো যায়নি। চতুর্থ দফায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। সেই পরিস্থিতিতে পঞ্চম দফা ভোটের আগে প্রচারের সময় কাটছাঁট করল নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হল, পঞ্চম ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে।

শনিবার সন্ধ্যায় কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় যে ভোটগ্রহণ হবে, তার ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ করতে হবে। কারণ হিসেবে কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেই পথে হেঁটেছে কমিশন। এমনিতে ভোট শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টায় প্রচারের উপর বিধিনিষেধ থাকে। অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী ১৭ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ হওয়ায় ১৫ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের মধ্যে প্রচার শেষ করতে হত। কিন্তু কমিশন সেই সময়সীমা এগিয়ে আনার ফলে পঞ্চম দফায় ১৪ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের মধ্যে প্রচারে ইতি টানতে হবে প্রার্থীদের।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube