+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

এ কে ব্লক এসোসিয়েশন সল্টলেক

নিজস্ব সংবাদদাতা - October 13, 2020 3:26 pm - শারদ গৌরব

এ কে ব্লক এসোসিয়েশন সল্টলেক

॥ মনুষ্যত্ব ॥
যখন প্রলয় আসে, চারপাশের আলো-আঁধারিতে যখন শুধু দেখা যায় মানুষের শবদেহে পৃথিবীর উঠোন সাজানো—তখন আর্ত মানুষের শরীর ও মন-সমুদ্রে আলো দেখানো সেই বাতিঘরের নাম “মনুষ্যত্ব“ |
যে উৎসাহ , উদ্দীপনা আর সমারোহ নিয়ে আমরা প্রতিবার মাতৃ-আরাধনা করে থাকি,এবারেও আর অন্যথা হতো না । কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ালো এবারের অভূতপূর্ব কোভিড-পরিস্থিতি । চোখ বুজলেই দেখতে পাচ্ছি অনাহারে থাকা মানুষের মিছিল,আর্ত মানুষদের হাহাকার।


তাই এ বছরে, এই কঠিন পরিস্থিতিতে আমরা চাইছি মানুষের কথা ভেবে- মানুষের জন্য পুজো করতে । আমরা চাইছি মানবতার জয়গান গাইতে । আমরা চাইছি সেই জগৎজোড়া বিপ্লবে সামিল হতে, যে নিঃশব্দ বিপ্লবের নাম “মনুষ্যত্ব“ ।
এবারের পুজোয় আমরা কুর্নিশ জানাবো খেটে খাওয়া গরিব মানুষদের কঠোর জীবন সংগ্রাম কে । জাগ্রত হোক আমাদের চেতনা আর মনুষ্যত্ব । আমরা সবাই মিলে এক হয়ে মানবতার জয়গান করব । করোনা-মুক্ত সুস্থ-সুন্দর নুতন এক ভোরবেলার অপেক্ষায় থাকবো । মনুষ্যত্বের জয় হোক , জয় হবেই ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube