আধার ও প্যান কার্ড লিংক করার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার
আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার, ৩১ মার্চই ছিল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ দিন। এবার সেই তারিখ আরও পিছিয়ে ৩০ জুন ২০২১ পর্যন্ত সময় দেওয়া হল।
করোনা পরিস্থিতিতে আমজনতার সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আয়কর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এদিন সন্ধ্যা ৭টা ৫৪ নাগাদ টুইট করে নতুন সময়সীমা জানানো হয়। দেখুন সেই টুইট।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। অন্যথা ১,০০০ টাকা জরিমানা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বর্ধিত করা হল।এই নিয়ে বেশ কয়েকবার আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বর্ধিত করল কেন্দ্র। তাই আর দেরি করলে হয়তো লেনদেনে সমস্যা হবে, গুনতে হবে জরিমানাও।