আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাওয়ার দিনক্ষণ যথেষ্ট ভেবেচিন্তেই নির্ধারণ করা হয়েছে। কারণ সংসদে বাদল অধিবেশন চলছে। এই সময় দেশের সমস্ত বিরোধী দলের নেতাদের এক ছাতার তলায় আনা সহজ। আর সেই কাজটা করতেই দিল্লি যাচ্ছেন মমতা, এমনটাই খবর।
সব ঠিকঠাক চললে ২৮ জুলাই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন মমতা। আর সেদিনই বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন। বেলা ৩টের সময় বঙ্গভবনে। এমনিতে সাধারণত কোনও নেতার বাড়িতেই বৈঠকে বসার রেওয়াজ রয়েছে। কিন্তু এবার তা আর চাইছেন না মমতা বলে খবর। বদলে বৈঠক হবে বঙ্গভবনে।
এবার প্রশ্ন হচ্ছে, কে কে আসবেন ওই বৈঠকে? সেই আঁচ অবশ্য ২১ জুলাই মমতার ভার্চুয়াল শহিদ স্মরণ থেকেই মিলেছে। সেদিন কলকাতায় বসে বক্তব্য রেখেছেন মমতা। আর দিল্লিতে বসে সেই বক্তব্য শুনেছেন কংগ্রেসের পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, এনসপি প্রধান শারদ পাওয়ার, সাংসদ সুপ্রিয়া সুলে, রাজদ নেতা মনোজ ঝা, আপ নেতা সঞ্জয় সিং, সপার রামগোপাল যাদব, জয়া বচ্চন, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদি, ডিএমকে–র তিরুচি শিবা, টিআরএস–এর টি কেশব রাও, অকালি দলের বলবিন্দর সিং।
এই তালিকা থেকে একটি বিষয় বোঝাই যায়, যে এই সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবশ্যই থাকবেন মমতার বৈঠকে। তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং ভোটকৌশলী প্রশান্ত কিশোর। এমনকী ২১শের বৈঠকে বসেই শারদ পাওয়ার এবং চিদম্বরমকে বিরোধী ফ্রন্ট গড়ার লক্ষ্যে এগিয়ে আসার ডাক দিয়েছেন মমতা। তিনি এও বলেছেন, কোভিড নিয়ন্ত্রণে থাকলে শীতকালে ব্রিগেডে বিরোধী নেতাদের নিয়ে সভা করবেন। সেখানে আমন্ত্রণ জানাবেন সোনিয়া গান্ধী, শারদ পাওয়ারকে।
গত জুনে শারদ পাওয়ারের বাড়িতে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর নিজে। বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়ে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহা। মোদ্দা কথা, এভাবেই মাসে অন্তত একবার করে বিজেপি–বিরোধী রাজনীতিকদের এক ছাতার তলায় আনতে চান মমতা। ২০২৪ লোকসভার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চান। আর তা করতে এবার নিজেই দিল্লি যাচ্ছেন মমতা।