আজ ভার্চুয়াল বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি এবং জো বাইডেন।
পাকিস্তানের রাজনৈতিক অবস্থাও টালমাটাল। শ্রীলঙ্কার অবস্থাও একই। আর্থিক সঙ্কট চরমে। এরই মাঝে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই বৈঠক নিয়ে প্রেস বিবৃতিতে জারি করা হয়েছে। তাতে বলা হল, ‘দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়া, ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ নিয়ে মত বিনিময় করবেন।’ মনে করা হচ্ছে এই বৈঠকের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। ইউক্রেনের যুদ্ধ এবং সেই সংক্রান্ত পরিস্থিতি যে উঠে আসবে বৈঠকে, তা আর বলতে হয় না। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালাচ্ছে পুতিনের বাহিনী। রাশিয়ার ওপর চাপানো হয়েছে অগুনতি নিষেধাজ্ঞা। এর নেপথ্যে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলো। রাশিয়ার থেকে তেল, অস্ত্র আমদানি বন্ধ নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দলিপ সিং। সেই নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছে ভারত।
এর পরেই কেন্দ্রের সঙ্গে কথা বলেন দলিপ সিং। এই নিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, ভারতের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে দলিপের। ভারত প্রয়োজনের ১ থেকে ২ শতাংশ জ্বালানি রাশিয়া থেকে আমদানি করবে। ১০ শতাংশ আমেরিকা থেকেই এখনও আমদানি করবে। মনে করা হচ্ছে এই প্রসঙ্গও ফের উঠবে বাইডেন–মোদি বৈঠকে। পাশাপাশি শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দা, পাকিস্তানে ইমরান সরকারের পতনের প্রসঙ্গও উঠে আসবে।