+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ফের ভয়াবহ দুর্ঘটনা মা ফ্লাইওভারে।

নিজস্ব সংবাদদাতা - March 24, 2025 4:51 pm - কলকাতা

ফের ভয়াবহ দুর্ঘটনা মা ফ্লাইওভারে।

ফের ভয়াবহ দুর্ঘটনা মা ফ্লাইওভারে। গুরুতর আহত হলেন এক বাইক চালক ও আরোহী। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, আহত তরুণীর নাম আরিত ভারতী। জানা গেছে, সোমবার সকালে হাওড়ার ডোমজুর থেকে অ্যাপ বাইকে করে চাকরির পরীক্ষা দিতে সল্টলেকে আসছিলেন ওই তরুণী। বাইক দ্রুত গতিতে চলছিল বলে অভিযোগ। মা ফ্লাইওভারে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় বাইকটি। সেখান থেকে ছিটকে নীচে পড়ে যান তরুণী ও চালক।

গুরুতর জখম অবস্থায় বাইক চালককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণীকে রুবির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকের সামনের অংশ ভেঙে দুমড়ে যায়। আরোহী তরুণীর হেলমেট মা ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পরে যায়। দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube